কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা ও পুনবাসন কর্মসূচির আওতায় উফশী আমন ও নারিকেল আবাত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেল গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় তারালী, চাম্পাফুল, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল গাছের চারা দেওয়া হয়।