শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে নতুন কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সি এস ই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়ণে উত্তরন এর ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পএর বাস্তবায়নে বিদ্যালয় ভিত্তিক সি এস ই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এস এম সি কমিটির সদস্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস ও ইলিয়াস হোসেন প্রমুখ। এমসয় বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি সমাজ থেকে দুর করতে না পারলে চরম সামাজিক অবক্ষয় দেখা দেবে।এসম আরো উপস্থিত ছিলেন শিক্ষক স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক আবুল হাসান, সুকুমার সরকার,মোঃ মোস্তাফিজুর রহমান, লুৎফুননেসা ডালিয়া, রমেশ সরকার, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য আবু তৈয়ব, রাজু আহম্মেদ, সন্দীপ মল্লিক, ময়না রানী মন্ডল প্রমুখ। এ সময় কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com