পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার গড়ইখালীর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুই’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও তারপলিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গড়ইখালী ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ খান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি ছিলেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউপি সদস্য আক্তার হোসেন সানা, এসএম আয়ুব আলী, রমেশ বর্মণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ধীমান মল্লিক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ, রুমানা মৌ ও তৈয়েবুর রহমান।