পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে মোট ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ধীমান মল্লিক, তৈয়েবুর রহমান, ইউপি সদস্য শরৎ চন্দ্র মন্ডল, আক্তার হোসেন সানা, এসএম আয়ুব আলী, গাউছুর রহমান, রমেশ বর্মণ, বিকাশ মন্ডল, অচিন্ত্য সরদার, শিউলী মনি, নাছিমা বেগম ও যমুনা বৈদ্য। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের চাল বিতরণ নিয়ে যে বিতর্ক তৈরী হয় এই বিতরণের মধ্যে দিয়ে তার অবসান হয়।