ডুমুরিয়া প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অফ রূপসী খুলনার ২০২৪ ২০২৫ প্রথম সভা আজ খুলনার কাইফিং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সাউথ ব্রিজ এর সভাপতি মোঃ শাহাজাহান জমাদ্দার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সভাপতি পিপি এজাজ আহমেদ চৌধুরী সুমন, সেক্রেটারি সৈয়দ ইসমাম তাহসিন, ট্রেজারার পিপি আল আমিন রাকির,আই পিপি মুর্শিদা আক্তার রনি,পাষ্ট প্রেসিডেন্ট মাহবুব আলম,কানিজ সুলতানা,ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ক্লাব সদস্যগন সাইফুল ইসলাম, আলি আলাউল হক বাবু, মিরাজ, স্যাম পোদ্দার, সাকিব জমাদ্দার, মাহাবুব হেসেন, ইন্জিনিয়ার সোহেল, নাজমুল হাসান পুলু, অন্যান্য ক্লাবের সদস্য গন হলেন পিপি ডাক্তার মোস্তাফা কামাল, পিপি ফারুক রশিদি, সৈয়দ খন্দকার সাজ্জাদ, পিপি শান্ত, পিপি আরিফ বিল্লাহ, পিপি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, কবিতা, রেজা ছাড়াও আরো অনেকে।