রতনপুর থেকে রেদোয়ান মামুন ॥ কালিগঞ্জ রতনপুর শরিষা ভাঙানো মেশিনে বাম হাত হারিয়েছে শ্রমিক জায়রুন বিবি (৪৫)। স্থানীয় সূত্রে জান গেছে মোঃ ইউসুফ গাজীর সংসারের অভাব এড়াতে দীর্ঘদিন যাবত শ্রমিকের কাজ করে আসছে। গতকাল দুপুরে শরিষা ভাঙানো মেশিনে হলুদ ভাঙানোর কাজ করছিল। এসময় হঠাৎ অসাবধানতা বসত বাম হাত ঢুকে যায় শরিষা ভাঙানো মেশিনে। তার চিৎকারে মিল ঘরের অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা এসেছে মেশিন বন্ধ করে তার হাত টেনে বাহির করে। পরবর্তীতে দেখা যায় তার বাম হাতের কনুই উপর থেকে নিচের অংশ বিভিন্ন হয়ে গেছে। প্রথমে তাকে শ্যামনগর সোয়ালিয়া ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতৈ উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে ডাকারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মিল মালিক মোঃ মিজানুর গাজী জানান তার চিকিৎসার সার্বিক খরচ তিনি বহন করছেন। এছাড়া ইউপি চেয়ারম্যান এম. আলিম আল রাজী টোকন সাথে মোবাইলে আলাপকালে তিনি অসহায় দিন মজুর জায়রুন বিবির আশু সুস্থতা কামনাসহ চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেওয়ার জন্য মিল মালিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জায়রুন বিবির পারিবারিক সূত্রে জানাযায় তিনি ৩ পুত্র ও ২ কন্যার জননী। শ্রমিকের কাজ এক্ষুনে বন্ধ হওয়ায় সংসার পরিচালনায় চিন্তিত হয়ে পড়েছে তার স্বামী ইউসূফ গাজী। সংসার পরিচালনায় সমাজে বিত্তবানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এমপি মহোদয়ের সহযোগীতা কামনা করেছে তার পরিবার।