বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেষ হলো মধু সংগ্রহ মৌসুম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

জীবন হানীর শঙ্কাকে দুরে রেখে মৌয়ালরা সুন্দরবনে মধু সংগ্রহে ঃ সুন্দরবনের নাম তাই তাদের কাছে মধুবনও বটে
দৃষ্টিপাত রিপোর্ট ॥ মধু আমাদের দেশের মানুষের কাছে অতি পরিচিত এবং আকর্ষণীয় বলাযায় লোভনীয় ও বটে। মৌমাছির পরিশ্রমের ফসল মধু অত্যন্তসুস্বাদু এবং মানবদেহের অতি প্রয়োজনীয় মধু দেশের গাছ গাছালী, বৃক্ষলতা, বসতবাড়ীতে মৌমােিছর চাক হতে সংগ্রহ করা হয়। দেশের যে স্থানে মৌমাছির চাক সেখানেই (চাকে) মধুর উপস্থিতি দৃশ্যমান। বাস্তবতা হলো মধু মহাক্ষেত্র বিশ্বের অন্যতম নয়নাভিরাম এবং সৌন্দর্য্যরে লীলাভূমি সুন্দরবন। সুন্দরবনের গভীর অরন্যে মৌমাছির বসবাস এবং গহীন বনেই মৌমাছি মৌচাকেমধু জমায়। উক্তমধু সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠী যুগেরপর যুগ বংশ পরস্পর সুন্দরবন হতে সংগ্রহ করে চলছে। যারা মধু সংগ্রহে নিয়োজিত তাদেরকে মৌয়াল বলে। ১৮৬০ সাল থেকে সুন্দরবনের অভ্যন্তরে মধু সংগ্রহের সুত্রপাত। আতঙ্ক,শঙ্কা নিয়ে মৌয়ালরা সুন্দরবনের অভ্যন্তরে মধু সংগ্রহ করে থাকে। নদীতে কুমির আর বন অভ্যন্তরে বাঘ,সাপ সহ নানানধরনের হিংস্র জীব জন্তুর আক্রসের সম্ভাবনাকে সঙ্গী করে, যে কোন সময়ে জীবনহানী ঘটতে পারে এমন আশঙ্কা থাকলেও মৌয়ালরা জীবন জীবিকার তাগিতে মধুসংগ্রহ করে থাকে। সুন্দরবনের নাম মধুবন ওবলে থাকে অনেকে। প্রতিবছরের ন্যায় এবছরও অর্থাৎ মধুরমৌসুমে সুন্দরবনে চলেছে মধুসংগ্রহের উৎসব, এপ্রিল,মে ও জুন এই তিনমাস মধুসংগ্রহের জন্য মৌয়ালরা পাস পেয়ে থাকে। ইতিমধ্যে মধূসংগ্রহের মৌসুম শেষ হয়েছে। মৌয়ালরা মধু সংগ্রহ করে ঘরে ফিরেছে। সুন্দরবনের মধুর ওশ্রেনি ভেদ দৃশ্যমান। মৌয়াল সহ মধু বিশেষজ্ঞদের অভিমত সর্বাপেক্ষা সুস্বাদু হলো খলিশার মধু। সুন্দরবনে খলিশার মধুর পাশাপাশি কেওড়া, গেওয়া,গরান ফুলের মধু ও উল্লেখযোগ্য। মধুর পাশাপাশি মৌয়ালরা মোমসংগ্রহ করে থাকে। এবারে দুই মাসে (এপ্রিল মে) সুন্দরবন মধু সংগ্রহের লক্ষ মাত্রা ৩০০ কুইন্টাল বলে এ বিভাগ সূত্রে জানাগেছে, বনবিভাগ, মৌয়াল সহ মধূ ব্যবসার সাথে জড়িতদের সাথে কথা বলে জানা যায় জলবায়ূ পরিবর্তনের কারন হেতু পূর্বের ন্যায় মধু সংগ্রহে কিছুটা ভাটা পড়েছে এবং অতি বৃষ্টিপাত, অসময়ে বৃষ্টিপাতের কারনে এবং অন্যান্য বহুবিধ সমস্যরার কারন হেতু পূর্বের ন্যায় অধিক পরিমান লাভবান হতে না পারলে ও সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়া মৌয়ালরা প্রতিজন ৫০ থেকে ৬০ হাজারটাকা উপার্জন করেছে। এক শ্রেণির অসাধু মৌয়ালরা ভেজাল মধু তৈরীতে ও ব্যস্ত সময় অতিবাহিত করছে।-চলবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com