ডুমুরিয়া প্রতিনিধি ॥ আজ রোটারি ক্লাব অব সেভেনটি ওয়ান এর প্রথম মিটিং খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সাউথ ব্রিজ খুলনার সভাপতি মোঃ শাহজান জমাদ্দার সকলকে তাদের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ করেন। অভিষেক অনুষ্ঠানটি হবে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা জাফরান হোটেল শিববাড়ী। উনি রোটারী ক্লাবের সকল সদস্যদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। অক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ডাক্তার গাজী মিজান। পিপি আরিফ কামাল চৌধুরী। পিপি তহিদুল ইসলাম। পিপি আমিনুল ইসলাম। পিপি নুরুল ইসলাম। পিপিন মারুফ রশিদ। পিপি আরিফ বিল্লাহ। পিপি সাজ্জাদ। পিপি আফসার সহ আরো অনেকে।