শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

কৃষ্ণনগরে অবৈধ অস্ত্র উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে একটি পাইপগান, একটি সেলাই রেঞ্জ ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকাল ১১ টার দিকে রামনগর সরদার পাড়ার আব্দুল মান্নান সরদারের বসত ভিটার গাছের শুকনো ঝরা পাতার স্তপের ভিতর থেকে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন। সরেজমিনে জানা যায় পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাট গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২৮) ও একই গ্রামের কেনা মণ্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৪৬) জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য মান্নান সরদারের বসত ভিটার বাগানের গাছের ঝরা পাতা সংগ্রহ করতে গেলে পাতার স্তুপের মধ্য গুলি ও অস্র দেখতে পেয়ে বাগানের মালিক আব্দুল মান্নানকে জানালে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলামের মাধ্যমে থানায় খবর দিলে খবর পাওয়া মাত্রই এ এস আই তরুণ কুমার অধিকারি ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তীতে ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করে একটি পাইপগান একটি সেলাই রেঞ্জ এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাপা আতংক বিরাজ করছে। এদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এলাকাবাসিকে আতংকিত না হয়ে এলাকার অপরাধ কার্যক্রমের সাথে জড়িতদের ও অপরাধের তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানিয়েছেন এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা তদন্ত পূর্বক অপরাধিদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com