মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ইউএনডিপি’র আয়োজনে নগর উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

যুবসমাজকে কাজে লাগিয়ে খুলনা নগরীকে কীভাবে একটি পরিচ্ছন্ন ও উন্নত শহরে রূপান্তরিত করা যায় সে বিষয়ে দিনব্যাপী একটি কর্মশালা রবিবার নগরীর হোটেল গ্র্যান্ড প্লাসিডে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার সমাপনীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, একটি উন্নত শহর তৈরিতে সুন্দর পরিকল্পনা প্রয়োজন। সুপেয় পানির উৎস সংকুচিত হওয়ায় নগর উন্নয়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। সবকিছু সঠিক পরিকল্পনা অনুযায়ী হওয়া প্রয়োজন। সমাপনী কর্মশালায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসি’র প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনাফি ডায়াবেথি প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।-তথ্য বিরবণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com