পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের মির্জাপুর দশপল্লী মহাশ্মশান থেকে টিউবওয়েল চুরি করার সময় তিন যুবক কে জনতা হাতেনাতে আটক করেছে। জানা যায়,গতকাল সকাল ১০ টার সময় সাতক্ষীরা- খুলনা মহাসড়ক মির্জাপুর দশপল্লী মহাশ্মশানে একটি টিউবওয়েল দেখে তিন যুবক সেখানে অবস্থা করে। সুযোগ বুঝে টিউবওয়েলের নাট খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের কে আটক করে। আটককৃতরা হলেন, খুলনা জেলার বয়রা গ্রামের শাহজালাল বিশ্বাসের পুত্র মোজাহিদ বিশ্বাস(১৮),সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মোঃ আলামিন হোসেন (১৫) ও নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের সবুজ হোসেন (১৪)। গ্রাম পুলিশ ও স্থানীয়রা তাদের কে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।