দেবহাটার পারুলিয়া শিয়া ইমামবাড়ীর উদ্যোগে ইমামবাড়ী হতে তাজিয়া মিছিল ও র্যালী বের হই। উক্ত তাজিয়া মিছিল পারুলিয়া বাজার প্রদক্ষিন করে। ৬১ হিজরীর ১০ই মহররম কারবালা প্রাঙ্গনে শহীদদের সর্দার ইমাম হুসাইন (রহ:) ও তার প্রাণপ্রিয় সাথীদের মহান আত্মত্যাগের ঘটনা উপলক্ষে ঘটনা উপলক্ষে সকলকে আন্তরিকশোক ও সমবেদনা সম্বলিত ব্যানার বহন করা হয় তাজিয়ামিছিল র্যালীতে। আহলে বাইত(আঃ) এর ভক্তবৃন্দের আয়োজনে র্যালী ও তাজিয়া মিছিলটিতে অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য।