সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চলো চাই যুদ্ধে, অসংগতির বিরুদ্ধে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজনে গতকাল বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সাতক্ষীরা চত্বরে সামনে বক্তারাবলেন কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিত ও নির্যাতন, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহিৃত করার মহাসড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জা, সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল বারী, সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো: হাসানুজ্জামান, সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈবুর রহমান শান্ত, পৌর কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাবেক সহকারি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গুন, সাবেক সহকারি কমান্ডার। উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীলা জেলা আহবায়ক বিজয় কুমার ঘোষ, সদস্য সচিব মো: আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক কাজী মিঠু, যুগ্ম আহ্বায় আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য প্রভাস কুমার দাস, জামালহোসেন, হুমায়ুন কবির মনা, হাসানুর রহমান নূর, এডভোকেট বাবলুর।-প্রেস বিজ্ঞপ্তি