পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় পানিতে ডুবে আব্দুর রহমান নামের এক বছর বয়সের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। মৃত শিশু আব্দুর রহমান দেবদুয়ার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বরকত সানার ছেলে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল ১০টার দিকে আব্দুর রহমান বসতবাড়ীতে খেলা করছিল। এসময় সে সকলের অগোচরে বাড়ির পিছনে ঘেরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে তার মা রূপালী বেগম ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকিলা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।