স্টাফ রিপোর্টার : খুলনা বটিয়াঘাটায় র্যাবের অভিযানে একাধিক মামলার আসামী ১ দূর্ধর্ষ ডাকাতকে আটককরা হয়েছে। আটকতালা উপজেলার নলতা গ্রামের বাছতুল্লাহ মোড়লের পুত্র দূর্ধর্ষ ডাকাত মো: রিয়াজুল ইসলাম। র্যাব সূত্রে জানাগেছে,তালা উপজেলার নলতা গ্রামের রিয়াজুল দূর্ধর্ষ ডাকাত তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, কালোবাজারি, দাঙ্গা, সরকারী কাজে বাধা সহ একাধিক মামলা রয়েছে। সে সহ তার দলের সদস্যরা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতো। গত ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি টিম খুলনা বটিয়াঘাটা সুরখালী এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুলকে আটককরে আটককৃত আসামীকে তালা থানায় র্যাব-৬ সিপিসি-১ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।