দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল প্রতিবন্ধীদের কে সুদমুক্ত ঋন, হুইল চেয়ার ও অপরাপর উপকরন বিতরনকরা হয়েছে। উক্ত বিতরন আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা জেলা উপ-পরিচালক সন্তোষকুমার নাথ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা, প্রতিবন্ধীদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।