বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কালিগঞ্জের পল্লীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকের বীজতলা, ফসলের মাঠ ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। জলাবদ্ধতা নিরসনে জরুরী উদ্যোগ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। গত বুধবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত টানা ভারী বর্ষণে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেংগীর বিল, ফরিদপুর, চাঁচাই, পারুলগাছা, জয়পত্রকাটি,সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। এদিকে বসতঘর, রান্নাঘরসহ জ্বালানীকাঠের ঘর পানিবন্দী হয়ে পড়েছে, শতাধিক পরিবারে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। জমির ফসল, রাস্তাঘাট, আমনের বীজতলা ডুবে গেছে, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের অধিকাংশ বিলে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে ডুবে গেছে। শতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নিম্নাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে। এবং বিভিন্ন বিলে পানি থইথই করছে। কর্মব্যস্ত মানুষগুলো অনেকটা ঘরবন্দী হয়ে পড়েছে। এসব বিলের মাছের ঘেরে বর্ষার পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, মৎস্য চাষিরা নেট পাটা দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছে। এদিকে অতিবৃষ্টিতে গ্রামাঞ্চলের সব পুকুর তলিয়ে গেছে। বেরিয়ে গেছে লক্ষাধিক টাকার মাছ। এ ছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে কাঁচা-ঘরবাড়ি। সবজির খেত ডুবে গেছে। যাতায়াতেও ভোগান্তি বেড়েছে এলাকাবাসীর।