কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ আগষ্ট) রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এই মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পুর্ণ, কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, আলিম আল-রাজী টোকন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমুখ। শুরুতে উপজেলা চেয়ারম্যান বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার সর্বত্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জনসাধারণকে দুর্ভোগ থেকে বাঁচাতে জলবদ্ধতা নিরসনে সবাই মিলে কাজ করতে হবে। সভায় বিভিন্ন ইউনিয়নের জলবদ্ধতা নিরসনে ও উন্নয়নমূলক কাজ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপজেলা পরিষদের সাথে সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত।