ডুমুরিয়া প্রতিনিধি ॥ দেশে বিদ্যমান সংঘাত নিরসন ও ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নের মানুষ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে বসবাস ও ডুমুরিয়া বাজার সহ সকল হাটবাজারে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সে লক্ষ্যে ডুমুরিয়ায় শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোল্লা আবুল কাশেমের আহ্বানে স্থানীয় সকল অধিবাসী, ব্যবসায়ী ও দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে আজ বিকেলে মিছিলটি ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে দুধ বাজার মোড়ে গিয়ে শেষ হয়।