কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ গত ৫ আগষ্ট রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণ অভ্যুন্থান ঘটার পর সাতক্ষীরার কলারোয়ায় সৃষ্ট ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও কলারোয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগষ্ট) দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা বিষয়ক নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহনী কলারোয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন ফাহিম কাউসার। তিনি তার বক্তব্যে বলেন, আজকের পর থেকে কলারোয়ায় কোন হামলা, ভাংচুর, লুট, মারামরি চলবে না। সমাজে কোন বিশৃঙ্খলা ঘটলে সকলকে সাথে নিয়ে এর মোকাবেলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, এ দেশ আমাদের সকলের এই কারণে সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। উপজেলায় যদি কোন অনাকাংখিত ঘটনা ঘটে তাহলে তার ব্যবহারিত ০১৭৬৯৫৫২৫৪৬ নম্বরে যোগাযোগের আহবান জানান তিনি। এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, বাংলাদেশ জামায়াতি ইসলামী সাতক্ষীরা জেলার নায়েবে আমীর মাও: শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা বি,এন,পি’র আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান তুহিন, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাও: কামরুজ্জামান, সেক্রেটারী মাও: শহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক এম,এ হাকিম সবুজ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কলারোয়া পৌরসভা জামায়াতের আমীর ইউনুচ আলী বাবু, সাংবাদিক কে এম আনিছুর রহমান, এস,এম জাকির হোসেন, সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক সাবির হোসেন,হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কলারোয়া উপজেলা বি,এন,পি’র সিনিয়র নেতা অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু বাক্কার সিদ্দিক, কলারোয়া পৌর বি,এন,পি’র যুগ্ন সম্পাদক শওকাত হোসেন, কলারোয়া থানা মসজিদের পেশ ঈমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, যুবদল নেতা পলাশসহ বিভিন্ন ইউনিয়নের দফাদার, চৌকিদার, গণমাধ্যম কর্মী ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।