বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি অধিনায়কের প্রেস ব্রিফিং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুধিজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলার সমন্বয়কারীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন (নীলডুমুর-১৭) ব্যাটেলিয়ান বিজিবি‘র অধিনায়ক কর্নেল সানবীর হাসান মজুমদার। (১০আগস্ট) শনিবার দুপুরে থানায় উপস্থিত হয়ে বর্তমান সময় দেশের সার্বিক প্রেক্ষাপট ও পরিস্থিতি নিয়ে এই প্রেসব্রিফিং করেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, বেশ কিছু দিন হলো থানার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের সমস্য বেশী হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফলে উত্তেজনাবশত দেশে যে ঘটনা গুলো ঘটেছে এটা কখনোই ভাবেই কাম্য ছিলনা। এখন সময় এসেছে সব কিছু পরিহার করে সর্বাত্বভাবে প্রশাসনকে সহযোগিতা করা। আমরা সবাই মিলে থানার কার্যক্রম পুনরায় চালু করবো যাতে করে সাধারণ মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয়। প্রশাসনকে সহযোগিতা যদি না করেন তাহলে পারিবারিক দ্বন্দ্ব ও শত্রুতা, জায়গা জমি জবর দখল, বাড়ি ঘর দখলসহ বিভিন্ন ধরনের সমস্যার কোন দিন সমাধান পাবেন না। আপনারা শুনেছেন দেশের প্রায় প্রত্যেকটি থানা কমবেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে সাধারণ মানুষ সেবা পাবে না। এজন্য অনুরোধ করছি দেশের আইন-শৃঙ্খালা ফিরিয়ে আনতে সবাই মিলে পুলিশ ভাইদের সহযোগিতা করবেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিজিবি‘র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বশির আহমেদ, উপজেলা বিএনপি‘র আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ ও বিজিবি‘র কর্মকর্তা, সমন্বয়কারী শিক্ষার্থীগন, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com