স্টাফ রিপোর্টার ॥ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান, বিশেষ এবং উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম। শনিবার দুপুর ১২ টায় সাতক্ষীরাস্থ পত্রিকা অফিসে তিনি তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকা ইতোমধ্যে জেলা সদরসহ প্রত্যেকটি উপজেলার ইউনিয়ন পর্যন্ত পাঠক প্রিয় হয়ে উঠেছে। এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। বিগত প্রায় এক মাস যাবৎ দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল। তার মধ্য দিয়েও আমাদের পত্রিকার প্রকাশিত হয়েছে। বর্তমান দেশে অর্ন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে। দেশের অবস্থা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল মনে করে দায়িত্ব পালন করতে হবে। বেশী বেশী করে সংবাদ পাঠাতে হবে। বিশেষ করে বস্তুনিষ্ট ও তথ্যবহুল সংবাদ পাঠাতে হবে। যাতে পাঠকরা আগ্রহের সাথে দৃষ্টিপাত পড়ে। এদিকে তিনি প্রত্যেক প্রতিনিধির নিকট থেকে তাদের স্ব-স্ব এলাকার পত্রিকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শোনেন এবং সেসব বিষয়ে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কলারোয়া প্রতিনিধি কে এম আনিছুর রহমান, শ্যামনগর উপজেলার ব্যুরো প্রধান আসাদুর রহমান, বিশেষ প্রতিনিধি জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলার ব্যুরো প্রধান শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম আহম্মাদউল্লাহ বাচ্চু, আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৃষ্টিপাত পত্রিকার ম্যানেজার বুলবুল হোসেন প্রমুখ।