বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ও সনাতনধর্মের বাসিন্দাদের সাথে শান্তি এবং সম্প্রীতির লক্ষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর বাজারে ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শনৎ কুমার গাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হাসানাত আলী ও আ’লীগের নেতা বিশ্বজিৎ সরদার প্রমুখ।