সরকারি খান বাহাদুর আহছান উল−্যা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আলহাজ্ব আঃ মজিদের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে দেবহাটা কলেজের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষক মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহনে শোক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং মরহুমের কর্মজীবন সম্পর্কে আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক আকবর হোসেন, ইয়াছিন আলী, নাজিম উদ্দীন, মোহাম্মদ আলী, রওশন আলী, আবু তালেব মোল−্যা, নাসির উদ্দীন, জাফর ইকবাল, আবু হাসান, আলমগীর কবির, খলিল হাসান, সাঈদ হাসান প্রমুখ। সহকারী অধ্যাপক রুহুল কবির মোনাজাত পরিচালনা করেন। উলে−খ্য দেবহাটা কলেজের ভুগোল বিষয়ের প্রদর্শক আঞ্জুয়ারা পারভীনের সহদর মরহুম আলহাজ্ব আঃ মজিদ। আলোচকরা বলেন, মরহুম শিক্ষাবিদ থেকে দেবহাটা কলেজ বিশেষ উপকৃত হয়েছেন। তিনি দেবহাটা কলেজের প্রতি অতি আন্তরিক ছিলেন। দেবহাটা কলেজ তার অন্যতম প্রিয়জনকে হারালো।