দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া খলিসা খালীর ব্যক্তি মালিকানার চিংড়ী ঘেরে আবারও কথিত ভূমিহীন নামধারী দুর্বত্ত চক্র হানা দিয়েছে। গতকাল সন্ধ্যার পর একদল অস্ত্রধারী খলিসাখালীর কয়েকটি চিংড়ী ঘেরের বাসায় আগুন ধরিয়ে দিয়ে অবৈধ দখল দারিত্বের চেষ্টা করে। এলাকাবাসি, জমির মালিক, ঘের ব্যবসায়ীরা প্রতিরোধ করার চেষ্টায় বলে জানাগেছে। খলিসাখালীতে পারুলিয়া, সখিপুর, গাজীরহাট সহ বিভিন্ন এলাকার লোকজনের নিজস্ব ব্যক্তি মালিকানার চিংড়ী ঘের। দেবহাটা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল সহ বিভিন্ন ব্যক্তি নিজস্ব জমিতে চিংড়ী ঘের করে আসছে। বিএনপিনেতা মহিউদ্দীন সিদ্দিকী ও যুবদল নেতা কামরুজ্জামান কামরুল খলিসখালিতে হানা দেওয়া দুর্বৃত্ত্বচক্র ও কথিত ভূমিহীনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।