দেবহাটা অফিস ॥ দেবহাটার দক্ষিন সখিপুরের সফিকুল ইসলামের পুত্র মোমিনুর রহমান কোন রাজনীতির সাথে জড়িত নয়, সাধারন ব্যবসায়ী, পুকুরের পানি সরানোকে নিয়ে গোলযোগের কারনে গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ তার বাড়ীতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর করে। বিজয় আনন্দের দোহাই দিয়ে প্রায় ষাট লক্ষ টাকার মালামাল লুট করে। সফিকুল লিখিত ভাবে জানিয়েছে ১৬ ভরি স্বর্ন, নগত ৩ লক্ষ টাকা, রুপার গহনা, ৭টি মোবাইল ফোন, ফ্যান, শাড়ি সহ বহু ধরনের মালামাল ও আসবাপত্র নিয়ে গেছে। সর্বশান্ত মোমিনুর রহমান বর্তমানে চরম নিরাপত্তাহীনতায়, সন্ত্রাসী ও লুট চক্র তারই প্রতিপক্ষ। ক্ষতিগ্রস্থ মোমিনুর রহমান নগত টাকা, মালামাল উদ্ধার সহ জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।