বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজ ২০২৪-২৫ ইং শিক্ষা বর্ষের একাদশ শ্রেনিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় কলেজের হল রুমে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহ.অধ্যাপক পরিমল কুমার ঘোস, সহ.অধ্যাপক জেসমিন নাহার,সহ.অধ্যাপক কনক কুমার ঘোষ, সহ.অধ্যাপক আব্দুল মান্নান,সহ.অধ্যাপক আনারুল ইসলাম, সহ.অধ্যাপক শওকত হোসেন। এ সময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য কালে নবাগত শিক্ষার্থীদের উদ্দ্যোশে অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, তোমরা আগামী জাতির ভবিষ্যত।পড়াশুনা করাই তোমেদের প্রথম ও প্রধান কাজ।ভাল ভাবে লেখাপড়া শেষ করে দেশের সেবায় তোমরা কাজ করব্।ে আর এটাই তোমাদের ব্রতী হওয়া উচিত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ.অধ্যাপক অহিদুল ইসলাম.প্রভাষক লুৎফর রহমান.প্রভাষক আবু হেলাল, প্রভাষক তরুন, প্রভাষক মাসুদ হোসেন, প্রভাষক লিটন হোসেন, প্রভাষক আনারুল ইসলাম।