কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ইবাদুল হক (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইবাদুল হক ওই গ্রামের মৃত আকবর সরদারের ছেলে। স্থানীয়রা জানান, বলিয়ানপুর গ্রামের আকবর, ইউসুফ, আব্দুল্লাহ ও আজগর আলীদের সাথে জমিজমা নিয়ে ইবাদুলের বিরোধ চলছিল। বিষয়টি মিমাংসার জন্য গতকাল সোমবার উভয় পক্ষের সম্মতিতে ভূমি জরিপকারী (আমিন) মাপ জরিপ শুরু করেন । একপর্যায়ে রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাটি শুরু হয়। এ সময় প্রতিপক্ষ আকবর, ইউসুফ, আব্দুল্লাহ ও আজগর উত্তেজিত হয়ে ঐক্যবদ্ধভাবে ইবাদুল ইসলামকে মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন ইবাদুল। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইবাদুলের মেয়ে ঝর্ণা বলেন, তার পিতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষদের শাস্তির দাবি করেন। এ বিষয়ে প্রতিপক্ষদের পক্ষে আব্দুল্লাহ বলেন, তারা ইবাদুলকে মারপিট করেনি। তিনি অসুস্থ ছিলেন। সকালে কথাকাটাকাটির একর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, মৃত্যুর ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর লক্ষ্যে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।