কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার অডিটোরিয়ামে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আহমেদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রভাষক মাওলানা ওমর আলী, শিক্ষক আঃ গফফার, ও মোঃ আঃ কামাল। এসময় মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরবী প্রভাষক এ্যাডঃ আবু জাফরের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান, শাহনাজ পারভিন ও শিরিন আক্তার। সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানের প্রথম ছবক প্রদান শুরুর মাধ্যমে ১ম বর্ষের ক্লাস শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার এক্স স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় কে ফুলের শুভেচ্ছা এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে এবং সকলের জন্য অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।