কালিগঞ্জ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলা বিএনপি‘র আহবায়ক এ্যাডঃ সৈয়েদ ইফতেখার আলী‘র কালিগঞ্জে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি‘র উদ্যোগে সোমবার বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি‘র আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু‘র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জুলফিকার আলী সাফুই ও আনিছুর রহমান হাবিবুল্লাহ, কৃষ্ণনগর ইউনিয়নের আহবায়ক আল মাহমুদ ছট্টু, বিষ্ণুপুর ইউনিয়নের আহবায়ক জি.এম, রফিকুল ইসলাম, সিনিঃ যুগ্ম আহবায়ক এম, হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান খান, রতনপুর ইউনিয়নের আহবায়ক রফিকুল ইসলাম বাবু, ধলবাড়িয়া ইউনিয়নের আহবায়ক রেজাউল করিম, মথুরেশপুর ইউনিয়নের আহবায়ক বদরুজ্জামান বদরু এবং সৈয়দ হাসানাত আলী, মৌতলা ইউনিয়নের সদস্য সচিব কাজী পলাশ, দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সদস্য সচিব এস.এম, মোতাহার হোসেন ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল প্রমুখ।