দেবহাটা অফিস ॥ দেবহাটার কুলিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সংহতি সমাবেশের আয়োজন করে। আমাদের কুলিয়া প্রতিনিধি শহিদুল মাষ্টার জানান, গতকাল কুলিয়া টিকেটে আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেবহাটা বিএনপি সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। তিনি বলেন, বিএনপি শান্তীর প্রতিক, বিএনপি দেশ প্রেমিক, এই সময়ে কোন ধরনের সংঘাত নয়, সংহতি চাই, হামলা ভাংচুর কারীদের সাথে বিএনপির সম্পর্ক নেই। বিশেষ অতিথি ছিলেন কুলিয়া যুবদলের সদস্য সচিব হিরোন কুমার মন্ডল, জেলা ছাত্রদল নেতা আবীর হোসেন লিয়ন, তরুন দলের তাসকিন আহমদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, ইসমাইল মোড়ল, বাবুল শেখ, আমজাত হোসেন, শহিদুল, গোলাম মোস্তফা, ইসরাফিল, তুহিন, পারভেজ প্রমুখ।