গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় খোকন (৩৮) নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। জানাজায়, খোকন বিকালে মাঠে মটরের কানেকশন দিতে গেলে সেসময় বজ্রপাত হয় এবং মটরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সে সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামের আশরাফ আলীর পুত্র। তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।