বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে হতদরিদ্র পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ আগষ্ট বুধবার সকাল ১০ টায় নূরনগর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে ইউনিয়নের ৬২১ জন কার্ডধারী পরিবারের মাঝে সরকার নির্ধারিত মূল্যে ৩০ টাকা কেজি হিসেবে পাঁচ কেজি চাউল, ৬০ টাকা করে ২ কেজি ডাউল, ১০০ টাকা করে ২ লিটার সয়াবিন তৈল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সচিব, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন ট্যাক অফিসার এর প্রতিনিধি মোঃ আফতাবুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে টিসিবির পন্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নূরনগর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য গাজী আব্দুস সামাদ সামিদ, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, ইউপি সদস্য এস এম রেজাউল করিম দোলনা, ইউপি সদস্য সালেহা পারভীন, ইউপি সদস্য রেহানা পারভীন প্রমুখ।