কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের চলমান সম্প্রসারণ প্রকল্পের কাজ সহ কলেজ ও হাসপাতালের সার্বিক পরিদর্শন করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মাসফিকা হোসেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. ইউনুস আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ মোঃ মোশাররফ হোসেন, শিক্ষক, চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।