কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনার কয়রার কপোতাক্ষ মাহাবিদ্যলযের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল পদত্যাগ করেছেন। বৃহস্পিবার (১৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে তিনি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন। অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল তার পদত্যাগ পত্রে জানায়, তিনি গত ২৯ জানুয়ারী ২০১৭ সাল থেকে অত্র কলেজে অধ্যক্ষ হিসাবে কর্মরত রয়েছে । কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারনে উক্ত পদ থেকে সেচ্ছায় পদত্যাগের জন্য সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা গত ১২ই আগষ্ট) কয়রা সদরের তিন রাস্তার মোড়ে কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বলেন, অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ শিক্ষক, তার অত্যাচারে অতিষ্ঠ কলেজের শিক্ষক-,কর্মচারী ও শিক্ষার্থীরা । তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যে কারনে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানাই । সেই থেকে তার পদত্যাগের দাবি করে আসছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর ১৫ আগস্ট সকাল ১০ টায় আন্দোলকারী শিক্ষার্থীরা তার বাস ভবন ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন তার কয়রা সদরের বাসভবন থেকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্বিতে তিনি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। কপোতাক্ষ মাহাবিদ্যলয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা (ভাবপ্রাপ্ত) নির্বাহী অফিসার বি এম তারিক-উজ-জামান বলেন, অধ্যক্ষের পদত্যাগ পত্র হাতে পেয়েছি। পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।