প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ প্রতাপনগর কল্যাণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতাপনগর ইউনিয়নে নিহত তিন শহিদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল বেলা ৪ টায় প্রতাপনগর কল্যাণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। হাছান উল্লাহ হাফেজ মইনুর রহমান ও মিথন পারভেজ সহ একদল তরুণ যুবকদের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, বিএনপি নেতা চেয়ারম্যান রুহুল কুদ্দুস, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, মাওঃ খলিলুর রহমান, আলহাজ্ব হাফেজ ডাঃ জিয়াউর রহমান (এনায়েত উল্লাহ), প্রভাষক মাওঃ আল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক ইমরান ইমু, মোল্লা মোঃ শাহাজুদ্দীন, বখতিয়ার হোসেন। ইউসুফ জামিল, রফিকুল ইসলাম, মাওঃ আনোয়ারুল ইসলাম, মাওঃ নুরে আলম সিদ্দিকী, শহীদ হাফেজ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী মোড়ল, শহীদ আবুল বাশার আদম আলীর পিতা নুর হোসেন ঘোরামী, শহীদ আলম হোসেনের পিতা আব্দুর রহিম সরদার সহ হাফেজে কোরআন আলেমেদ্বীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ ও এলাকার সর্বশ্রেণী শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।