প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি ॥ আনুলিয়ায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত। গতকাল বেলা সাড়ে চারটার অনুলিয়া বিছট বাজার চত্বরে এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার বসির আহমেদ। ওয়াছিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, স ম আক্তারুজ্জামান, সালাউদ্দিন উদ্দিন প্রমুখ।