কালিগঞ্জ প্রতিনিধি ॥ ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের সকল প্রকার শোষণ, জুলুম, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে (১৭ আগষ্ট) শনিবার সন্ধ্যার পূর্ব মুহুর্ত্বে উত্তর কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তার মোড়ে এই পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার মিডিয়া প্রচার বিভাগের সম্পাদক ড. মিজানুর রহমান। তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার জুলুম, শোষণ, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। তার দলীয় সন্ত্রাসীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সুকৌশলে হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিদের মন্দির, বাড়িঘর, ভাংচুরসহ তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। ইতিমধ্যে সংবাদপত্রে সে সকল খবর প্রকাশ পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা সর্বক্ষণ তাদের নিরাপত্তা দেওয়া চেষ্ঠা করছে।