বাংলাদেশে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ভারতীয় ০৩ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল) জব্দ করা হয়েছে। অদ্য ১৭ আগস্ট ২০২৪ তারিখ ০৭২৫ ঘটিকায় বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিকনির্দেশনায় চান্দুরিয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত সীমান্তের কাদপুর এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে আগত মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে আভিযানিকদল উক্ত স্থান হতে ০৩ (তিন) বোতল ভারতীয় খঝউ (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) উদ্ধার করে। এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।