বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কালিগঞ্জের হোগলা মোড়ের চায়ের দোকানদার আব্দুর রহিম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের কুদ্দুস মোড়লের পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে হার্ট জনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হার্ট অপারেশন শেষে, শুক্রবার বিকাল ৪ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার জহরবাদ হোগলা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। শতশত মুসুল্লির অংশগ্রহণে জানাজার নামাজ পরিচালনা করেন হোগলা জামে মসজিদের ইমাম আবু সাঈদ। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।