আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শনিবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসার। সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, জয়েন সেক্রেটারী এ্যাডভোকেট শহীদুল ইসলাম বাচ্চু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সদর ইউনিয়নের সেক্রেটারী আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, কালীপদ রায়, সাংগঠনিক সম্পাদক হিরু লাল বিশ্বাস, প্রভাষক রতন অধিকারী, প্রধান শিক্ষক কালি কিংকর হালদার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল প্রমুখ।