দৃষ্টিপাত ডেস্ক ॥ রাশিয়ার জন্য বর্তমান সময় অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। বিশ্ব রাজনীতি এবং ভূ-রাজনৈতিক ক্ষমতায় রাশিয়া পারমানবিক শক্তির অধিকারী। সামরিক ক্ষেত্রে রাশিয়া বহু বিধ ক্ষমতার সাথে সংশি−ষ্ট অথচ সেই রাশিয়া বর্তমান সময়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ ইউক্রেনের সাথে যুদ্ধে এক ধরনের অক্ষমতার ও শক্তিহীনতার পরিচয় দিচ্ছে। গতকাল শনিবার আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশিত খবরাখবরে বলা হয়েছে ইউক্রেনের সেনারা গত কয়েকদিন পূর্বে রাশিয়ার ভূ-খন্ডে প্রবেশ পরবর্তি বিস্তীর্ন এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করে। রুশ বাহিনী ইউক্রেনের সেনাদেরকে হঠাতে ও বিতাড়িত করতে ব্যাপক প্রতিরোধ হামলা পরিচালনা করলেও ফলাফল শুন্য গতকাল পর্যন্ত রুশ অভ্যন্তরে অর্থাৎ রাশিয়ার ভূ-খন্ডে ইউক্রেনের সেনাদের অবস্থান ছিল। গত তিন দিন পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর হতে ঘোষনা দেওয়া হয় যে, আমাদের সেনারা শতাধীক রুশ সেনাকে গ্রেফতার করেছে। এদিকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সেনাদের অবস্থান এবং ভূ-খন্ড দখল করার পর থেকে বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক ভাবে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ−াদিমীর পুতিন বলেছে রাশিয়ার ভূ-খন্ড হতে ইউক্রেনীয় সেনাদেরকে অবিলম্বে বিতাড়িত করা হবে। রুশ কমান্ডারদেরকে অতি জরুরী ভিত্তিতে বৈঠকে বসার নির্দেশনা জারীকরেছে প্রেসিডেন্ট এর দপ্তর। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের এলাকাগুলোতে দেশটির সেনারা অতি নিরাপত্তা বেষ্টনিতৈরী করেছে। ইতিপূর্বে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিভেভে বারবার হামলা পরিচালনা করলেও বর্তমান সময়ে রুশ সেনারা কিয়েভে হামলার ক্ষমতা হারিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এফ-১৬ যুদ্ধ বিমানের কল্যানে ইউক্রেন সেনারা রাশিয়ার ভূখন্ডে যেমন হামলা চালাচ্ছে অনুরুপ ভাবে হামলা প্রতিহত করছে। রাশিয়ার উপর একের পর এক হামলা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ও মিত্রদেশগুলোর সামরিক সহায়তার কারনে।