কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কলারোয়া মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসার্স ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, রিপোটিয়ার (রিসোর্স পারসন) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসফিয়াতুন নাহার। প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ ১০০ জনকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল—১ প্রশিক্ষণ প্রদান করা হয়।