ডুমুরিয়া প্রতিনিধি \ মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে (ডুমুরিয়া) শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সম্মেলন আজ সকাল ১০টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আল আমিন। আলোচনা করেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য শেখ মশিউর রহমান লিটন,অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার,
সাবেক অধ্যক্ষ এ এইচ এম আমিনুল ইসলাম খান, অধ্যাপক এমডি ইউসুফ আলী, অধ্যাপক আব্দুস সালাম। আলোচনা করেন অভিভাবক সদস্য মোঃ হামিদুল ইসলাম গাজী,সরদার আব্দুল লতিফ,মোহাম্মদ আলী গাজী, পরিচালনায় সহকারী অধ্যাপক কে এম হযরত আলী।