বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মধ্য প্রদেশে ফের সা¤প্রদায়িক সহিংসতা, বাড়িঘরে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : ভারতের মধ্য প্রদেশে সা¤প্রদায়িক সহিংসতার আগুনে পুড়লো অন্তত ১২টি বাড়ি। মঙ্গলবার রাজ্যের গুনা জেলার ফতেহগড় থানার অন্তর্গত পানহেটি গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় ভিল স¤প্রদায়ের লোকজন বনজারা স¤প্রদায়ের বাড়িগুলোতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার সময় অধিকাংশ গ্রামবাসী নিকটবর্তী ক্ষেতে কাজ করছিলেন। ফলে প্রাণহানি না হলেও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় বনজারা স¤প্রদায়ের পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পেঁৗছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, পানহেটি গ্রামে ভিল ও বনজারা স¤প্রদায়ের মধ্যে বনভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দীপাবলির সময় উভয় স¤প্রদায়ের সংঘর্ষে গলসিং ভিল ও কাল্লু বনজারা নামে দু’জন গুরুতর আহত হন। গত সোমবার রাতে গলসিং ভিল ইন্দোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর প্রতিশোধ নিতে ভিল স¤প্রদায়ের সদস্যরা গত মঙ্গলবার সকালে এই হামলা চালায় বলে অভিযোগ। গ্রামটিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়ালিয়রের আইজি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও তার দল ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত চালাচ্ছেন। অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বনজারা স¤প্রদায়ের সদস্যরা সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ত্রাণ সহায়তার দাবি তুলেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com