দেবাহাটা অফিস: রক্ত দান সর্বোত্তদান, আর তাই বলা হয় রক্ত ঋণ অসাধারণ আর শ্রেষ্ঠ। আবার অনেকে বলেন রক্তের ঋণ পরিশোধ যোগ্য নয়। রক্ত দানে সদা প্রস্তুত এবং দানকারী সত্যিকার অর্থে মানবিক, উদার আর প্রাণসঞ্চার হয়ে থাকেন। এমনই একজন রক্তদানকারী সাংবাদিক আব্দুল¬াহ আল মামুন। দেবহাটার পারুলিয়ার খেজুর বাড়ীয়ার কৃতি সন্তান দেবহাটা রিপোটার্স ক্লাসের সাংগঠনিক সম্পাদক মানবতাবাদী রক্তদানকারী মামুন উনিশ তম রক্ত দানের রেকর্ড করলো। গত সোমবার এক প্রসূত মায়ের জীবন রক্ষার্থে রক্ত দান করলেন। প্রতি তিন মাস পর পর কারোর না কারোর তিনি তার শরীরের রক্ত দান করে আসছেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুল¬াহ আল মামুন দৃষ্টিপাতকে জানান, আমার রক্তের বিনিময়ে যদি অন্য কোন মানবের জীবন রক্ষা পায় সেটা অপেক্ষা আনন্দের আর তৃপ্তির কি হতে পারে। তিনি নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে বা অতিক্রম না হলে রক্তদানে বাধ্যবাধকতা থাকা অবস্থায় কারোর রক্তের প্রয়েজন হলে আমি প্রচেষ্টা চালিয়ে রক্ত পাওয়ার চেষ্টা করি। তিনি আরও জানান এই মহা কাজে আমার পিতা মাতা সহ পরিবারের অপরাপর সদস্যরা উৎসাহিত করে থাকেন।