কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ইউনিয়নের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্মৃতি বিজড়িত (১৯৫২ সালে স্থাপিত) বাল্যকালের প্রথম বিদ্যাপীঠ চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই—এর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় সরকারি অর্থে নির্মিত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতার্ অনুজা মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপ—সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ কুমার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ঠিকাদার রেজাউল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, স্থানীয় গ্রামবাসি শেখ গোলাম মাহমুদ, শেখ শিবলী রুমী, মোস্তাফিজুর রহমান সবুজ, মোবারক হোসেন, নূর আলী মোড়ল, মহিউদ্দিন, আকরাম হোসেন, রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।