স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা লাবসা মুন্সী পাড়া শাহী জামে মসজিদের ঢালাইয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় মসজিদের সভাপতি শেখ হেলালুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু। অতিথিরা উপস্থিত থেকে ঢালাইয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ—সভাপতি শেখ আহছান উল্লাহ, সাধারণ সম্পাদক শেখ নুরু উল্লাহ, অধ্যাপক মো: নুরুল ইসলাম, শেখ সিরাজুল হক, শেখ আফসার আলী, কাজী মেহরাব শরীফ, শেখ আব্দুল আউয়াল, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন, জুনায়েদ, সুজন, তামিম, আল আমিন, রাসেল প্রমুখ। এর পূর্বে ঢালাইয়ের নির্মাণ কাজের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাবসা মুন্সিপাড়া শাহী জামে মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম।