বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর হাজারো দর্শকের উপস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মির্জানগর হাই স্কুলের খোলার মাঠে ৮ দলীয় হা—ডু—ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও বাংলার গ্রা¤্র সংস্কৃতিকে ধরে রাখতে রেউই বাজার ইয়াং জেনারেশন ক্লাব কর্তৃক আয়োজিত ৮ দলীয় হা—ডু—ডু এ খেলায় টানটান উত্তোজনা আর রুদ্রশ্বাস এ ম্যাচে কামারবায়সা একাদশ চাম্পিয়ান হয়ে প্রথম পুরষ্কার একটি গরু এবং মানিকহার রানার্সআপ হয়ে দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রিজ লাভ করেন।এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যা পরবর্তী হাড্ডা হাড্ডির লড়ায়ের এখেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক এবিএম বদুরুজ্জামান। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী অহেদ আলী।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিন্টু, রুস্তম,রাকিব,আলমঙ্গীর। খেলাটি পরিচালনায় ছিলেন অজিহার রহমান্এবং ধারাভাস্যে ছিলেন আর জি বিপ্লব।