দৃষ্টিপাত রিপোর্ট \ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল শহরের মসজিদুল কুবায় জুম্মার নামাজ আদায় করেছেন। সাতক্ষীরা শহরের মেহেদীবাগস্থ মসজিদে কুবায় আকস্মিকভাবে নামাজের পূর্বে তিনি উপস্থিত হন। পুলিশ সুপারকে কাছে পেয়ে মসজিদের মুসুল¬ীসহ এলাকাবাসি বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সফলসঙ্গী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সজিব খান। পুলিশ সুপারের উপস্থিতি জেনে মসজিদে কুবার প্রতিষ্ঠাতা সভাপতি দৃষ্টিপাত পত্রিকার প্রকাশ ও সম্পাদক জিএম নূর ইসলাম, উপদেষ্টা ফিফা রেফারী তৈয়ব হোসেন বাবুসহ মসজিদ কমিটির অপরাপর সদস্যরা স্বাগত জানান। জুম্মা নামাজ পূর্বে মুসুল¬ীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মসজিদ কমিটি, ইমাম, খতিব, মোয়াজ্জিমসহ মুসুল¬ীরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় কাক্সিক্ষত ভূমিকা পালন করতে পারেন। ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায় বলে মন্তব্য করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আইন বিরোধী এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোন কাজ হতে বিরত থাকবো। তিনি নামাজ শেষে মসজিদে কুবার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মসজিদ ভিত্তিক ধর্মীয় ও সামাজিক কর্মকান্ড সম্পর্কে অবগত হন। পুলিশ সুপারের মসজিদে কুবায় আগামন ও জুম্মার নামাজ আদায় করাকে স্বাগত জানিয়ে মসজিদ কমিটির সভাপতি জিএম নূর ইসলাম বলেন, পুলিশ সুপারের আগমনে মুসুল¬ীরা খুশি, সাতক্ষীরার আইন শৃঙ্খলা উন্নয়ন এবং স্বাভাবিক করার ক্ষেত্রে পুলিশ সুপারের দক্ষতাকে প্রশংসা করে বলেন আগামীতে তিনি আসবেন এই প্রত্যাশা করি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা তৈয়ব হোসেন বাবু, খতিব হাফেজ তামিম আব্দুল¬াহ, মুয়াজ্জিম আ: সবুর, মসজিদ কমিটির সহকেক্রেটারী গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ আ: করিম, শাহাদাৎ হোসেন, আবু জাফর, গোলাম রসুল প্রমুখ।